ঢাকা : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
বলেছেন, আওয়ামী লীগই শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার নির্ভরযোগ্য
সংগঠন।‘নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এসে একেক করে
সব বাস্তবায়ন করছে সরকার।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টারে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের ইতিহাসকে পেছনের দিকে নিয়ে গেছে।’
আমু বলেন, ‘উপজেলা নির্বাচনে হেরে যাওয়ায় ভেঙে পড়ার কিছু নেই। দেশে চক্রান্ত চলছে, এই চক্রান্তের মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টারে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের ইতিহাসকে পেছনের দিকে নিয়ে গেছে।’
আমু বলেন, ‘উপজেলা নির্বাচনে হেরে যাওয়ায় ভেঙে পড়ার কিছু নেই। দেশে চক্রান্ত চলছে, এই চক্রান্তের মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়