Saturday, March 15

কুলাউড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার

মৌলভীবাজার: মৌলভীবাজারের ২০১৪ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এ বিষয়ের উপর সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিহার রঞ্জন রায়, উপজেলা স্যানিটারি কর্মকর্তা প্রশান্ত কুমার আদিত্য, ব্যবসায়ী কল্যান সমিতি সভাপতি বদরুজ্জামান সজল, ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা জাসদের সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, এনজিও সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক আব্দুল মালিক, সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদ চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক তারেক হাসান, ব্যবসায়া কল্যান সমিতির ক্রীড়া সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী শেলুর রহমান প্রমুখ।
সেমিনারে বক্তরা বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন (২৬ধারা) জনগণকে অবহিতকরন ও জন সচেতনা সৃষ্ঠির লক্ষ্যে ব্যবসা প্রতিষ্টানে নির্ধারিত মূল্যে তালিকা টানানো, ভেজাল ঔষধসহ জিনিস পত্র বিক্রি না করা, পূন্যর মিথ্যা বিজ্ঞাপন  ও ওজনে কম না দেয়া ও বাজারের বর্জ রাস্তায় না ফেলে নির্ধারিত বাস্কেটে ফেলে দেয়া এবং সাধারন জনগন প্রত্যেকই কোন না কোন ভাবে একজন ভোক্তা তাই ভোক্তা আইন সংরক্ষনে প্রত্যেককে স্বস্ব অবস্থান থেকে অঙ্গিকার বদ্ধ হয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয় ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়