Wednesday, March 19

ঘাতকের বুলেট প্রধানমন্ত্রীকে এখনো তাড়া করছে

ঢাকা: ১৯৭১ ও ১৯৭৫ সালের ঘাতকদের বুলেট এখনো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়া করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের প্রতিটি আনাচে-কানাচে ঘাতকরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তারা ২১ আগস্টসহ বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যা করার জন্য পায়তারা করেছিল। তাই ক্ষমতায় গিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে লাভ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই ঘাতকদের মোকাবেলা করতে হবে।’

বুধবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে রংপুর মেডিকেল কলেজের প্রাক্ত ছাত্র-ছাত্রী আয়োজিত দশম সংসদে এমপি নির্বাচিত হওয়ায় ডা. মোহাম্মদ ইউনুস আলী সরকারকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অবিযোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। নির্বাচনের আগে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। এতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের প্রাণ দিতে হয়েছে। আজও তারা ষড়যন্ত্র করছে। কিন্তু ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর দেশে আজ শান্তি বিরাজ করছে।’

তিনি স্বাস্থ্যখাত সম্পর্কে বলেন, ‘যেসব ডাক্তাররা গ্রামে কর্মরত রয়েছেন। আপনারা গ্রামে থাকেন। আপনাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। আমি ডাক্তার নই, রাজনীতিবিদ। তাই সব সমস্যা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি ও কাজ শুরু করেছি।’

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ মার্চ জন্মদিন উপলক্ষে আগামী বছর থেকে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা দেয়ারও ঘোষণা দেন।

রংপুর মেডিকেল কলেজের প্রক্তন ছাত্র ডা. নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল হাসান, সহ-সভাপতি রোকেয়া সুলতানা, ডা. কামরুল হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়