আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ
নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম বিজয়ের ব্যাপারে
ব্যাপক আশাবাদী। বিভিন্ন এলাকায় তার পক্ষ থেকে গণসংযোগ চালানোর পর তিনি এ
আশাবাদ ব্যাক্ত করেন।
উল্লেখ্য, মরিয়ম বেগম এর পক্ষে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি
গণসংযোগ করা হয়। উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার,
মুলাগুল বাজার, নয়বাজার, কান্দলা এসব এলাকায় গনসংযোগের সময় উপস্থিত ছিলেন
মমতাজগঞ্জ এলাকার কামাল উদ্দিন, শোয়েব আহমদ, মুলাগুল এলাকার কাজী আশরাফ
উদ্দিন, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্র জাহেদ আহমদ, বারাপৈত এলাকার আলী আহমদ,
মিসবাহ উদ্দিন প্রমুখ।
উপজেলার ৩ নং দিঘীরপার ইউনিয়নের সড়কের বাজার এলাকায় গণসংযোগে অংশগ্রহণ
করেন উমর ফারুক, মেহেদী হাসান নাসির, হাসানাত হোসাইন চৌধুরী, মুহিউদ্দীন
জাবের প্রমুখ।
গণসংযোগের সময় ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পান বলে দাবী করেন মরিয়ম
বেগম এবং তার নির্বাচনী কর্মীরা।
এদিকে মরিয়ম বেগমের নিজ গ্রাম ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের
ব্রাহ্মণগ্রামের সর্বস্তরেরর লোকজন এক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে গ্রামের
প্রাম দুই শতাধিক মুরব্বী, যুবক এবং ভোটার উপস্থিত ছিলেন। তারা দল-মত
নির্বিশেষে মরিয়ম বেগম এর পক্ষে সর্বাত্মক কাজ চালিয়ে যাবার দৃঢ় অঙ্গিকার
ব্যাক্ত করেন। বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডা: আব্দুল জলিল,
আব্দুল হান্নান ভেদন, ইয়াকুব আলী মেম্বার, মামুনুর রশীদ মামুন, হা: নিজাম
উদ্দিন, জিয়াউদ্দিন, মাশহুদুল আলম প্রমুখ।
৫৩ বছর বয়সী মরিয়ম বেগম গাছবাড়ী মডার্ণ একাডেমীতে লেখাপড়া করেন। ১৯ দলীয়
জোট সমর্থিত প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধিতা করছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়