Tuesday, March 4

স্বাধীনতা দিবসে মাসব্যাপী কর্মসূচি বিএনপি’র

ঢাকা:  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২০ ও ২৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই বিএনপির প্রথমবারের মতো যৌথসভা। এক ঘণ্টাব্যাপী যৌথসভায় গৃহীত কর্মসূচি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এই মাসটিকে বিএনপি অত্যন্ত মর্যাদার সঙ্গে স্মরণ করার জন্যে এবং জাতির সামনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরার জন্য মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ কর্মসূচি অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান কর হবে। সেদিন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

তিনি বলেন, ‘২৩ মার্চ সারাদেশে ও ২৪ মার্চ রাজধানীতে কেন্দ্রীয়ভাবে ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৩ মার্চ মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও সারাদেশে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা ও শ্রদ্ধা নিবেদন, এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে ওলামাদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে মৎসজীবী দল মাছের পোনা অবমুক্ত করেছে। এছাড়া যুবদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। জাসাস ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদকের উদ্যোগে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ এসব অনুষ্ঠানের সময়সূচি পরে জানানো হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিকদল, ওলামাদল একইভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, মো. শাহজাহান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পদাক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ, জাসাসের সভাপতি এমএ মালেক, ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, আমিরুল ইসলাম আলিমসহ সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়