ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
বর্তমানে দেশ পুরোপুরি স্বৈরতন্ত্রের কবলে পড়েছে।গণতন্ত্র পুনরুদ্ধারের
আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত কবি মাহমুদুল হাসান নিজামী রচিত ‘আমি আমার বিচার চাই’ শীর্ষক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের নামে দেশে স্বৈরশাসন চালু হয়েছে। আর রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে সহিংসতা চালিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে সরকারি দলের ক্যাডাররা।
ফখরুল বলেন, ‘আমাদের সমস্ত গণকান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। কেন্দ্রের পর কেন্দ্র নিয়ে যায়। তারা জনগণকে ভোট দিতে দেয না। অথচ এ নির্বাচন কমিশন তাদেরকে প্রোটেক্ট করে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণকন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানে গণতন্ত্র, এটা কোনো নিয়ন্ত্রিত গণতন্ত্র নয় বা বাকশালী গণতন্ত্র নয়।’
ফখরুল বলেন, ‘এটা কোনো ব্যক্তি বা দলের পৈত্রিক সম্পত্তি নয় বরং ১৬ কোটি মানুষের বাংলাদেশ। আমর অধীকার আমাকে ফিরিয়ে আনতে হবে, আমার গণতান্ত্রী অধীকার ফিরিয়ে আনতে হবে, আমার ভোটের অধীকার ফিরিয়ে আনতে হবে। এবং এ দেশের মানুষকে রক্ষা করতে হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত কবি মাহমুদুল হাসান নিজামী রচিত ‘আমি আমার বিচার চাই’ শীর্ষক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের নামে দেশে স্বৈরশাসন চালু হয়েছে। আর রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে সহিংসতা চালিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে সরকারি দলের ক্যাডাররা।
ফখরুল বলেন, ‘আমাদের সমস্ত গণকান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। কেন্দ্রের পর কেন্দ্র নিয়ে যায়। তারা জনগণকে ভোট দিতে দেয না। অথচ এ নির্বাচন কমিশন তাদেরকে প্রোটেক্ট করে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণকন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানে গণতন্ত্র, এটা কোনো নিয়ন্ত্রিত গণতন্ত্র নয় বা বাকশালী গণতন্ত্র নয়।’
ফখরুল বলেন, ‘এটা কোনো ব্যক্তি বা দলের পৈত্রিক সম্পত্তি নয় বরং ১৬ কোটি মানুষের বাংলাদেশ। আমর অধীকার আমাকে ফিরিয়ে আনতে হবে, আমার গণতান্ত্রী অধীকার ফিরিয়ে আনতে হবে, আমার ভোটের অধীকার ফিরিয়ে আনতে হবে। এবং এ দেশের মানুষকে রক্ষা করতে হবে।’
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়