Saturday, March 22

জয়ের সঙ্গে সুর মেলালেন এরশাদ

ঢাকা: উপজেলা নির্বাচন দলীয়ভাবে হওয়া দরকার- প্রধানমন্ত্রীর ছেলে জয়ের এ প্রস্তাবের সঙ্গে সুর মিলিয়ে দলীয়ভাবে উপজেলা নির্বাচনের পক্ষে মত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
একইসঙ্গে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন চেয়েছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।
এরশাদ বলেছেন, ‘বর্তমান পদ্ধতিতে উপজেলা নির্বাচন হলে সঠিকভাবে কোনো দলের জনপ্রিয়তা যাচাই হয় না। যদি দলীয়ভাবে প্রার্থী দেয়া হয় তাহলে সঠিকভাবে জনপ্রিয়তা যাচাই সম্ভব।’
শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিক ও সমাজসেবক শেখ জামাল ইউ আহাম্মেদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মত দেন।
‘জাতীয় নির্বাচনের বর্তমান পদ্ধতি পরিবর্তন করা হলে সব সমস্যার সমাধান হবে’ বলেও মন্তব্য করেন সাবেক এই সেনাশাসক।

গত ১৭ মার্চ রংপুরে এক কর্মী সম্মেলনে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনই দলীয়ভাবে হওয়ার পক্ষে মত দেন সজীব ওয়াজেদ জয়।

জয়ের ওই প্রস্তাবকে সমর্থন জানিয়ে এরশাদ বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। নির্বাচন সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি। এক্ষেত্রে জয় যে প্রস্তাব দিয়েছে তার পেছনে অনেক যুক্তি আছে।’

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কারণে একক প্রার্থীরা পরাজিত হচ্ছেন। দলীয়ভাবে একক প্রার্থী দেয়া হলে এমন হবে না।’

এরশাদ আরো বলেন, ‘একাদশতম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি নতুনভাবে আসবে। এজন্য সবাই প্রস্তুত থাকুন।’

এ সময় আরো বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংবাদিক শেখ জামাল ইউ আহাম্মেদ প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়