Sunday, March 23

নেত্রীকে বলেছিলাম এই নির্বাচনে না যেতে

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আমি নেত্রীকে (খালেদা জিয়া) নিষেধ করেছিলাম এই নির্বাচনে যেতে, কারণ আওয়ামী লীগ হলো যত রকমের দখলবাজ আছে তার দল। তাই ভোট ডাকাতি তাদের স্বাভাবিক কাজ।
রোববার ‘স্বাধীনতা ঘোষণার তাৎপর্য ও শহীদ জিয়ার রাজনীতি শীর্ষক আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ মোয়াজ্জেম বলেন, ‘আওয়ামী লীগ যা বলবে নির্বাচন কমিশন তাই করবে। তাচ্ছিল্য ভরে কমিশন সম্পর্কে তিনি বলেন, ‘এটা যে কি আল্লাহই জানে।’

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘মা জননী আপনি কি করছেন আপনি নিজেই জানেন না।’

স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলাম, আমি জানি তিনি আমাদের স্বাধীনতায় উদ্বুদ্ধ করেছেন ঠিকই, কিন্তু ঘোষণা তিনি দেননি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। বঙ্গবন্ধু গোলের কাছে বল নিয়ে উল্টো দিকে মেরেছিলেন।’

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুমিহীন দলের মিজানুর রহমান, জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুতফর রহমান, জাকির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবু তালেব।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়