ঢাকা: ভারতের প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিং আর
নেই। বৃহস্পতিবার ভোরে দিল্লিতে নিজ বাসভবনে ৯৯ বছর বয়সে তিনি দেহ ত্যাগ
করেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন
বলে তার ছেলে সাংবাদিক রাহুল সিং হিন্দুস্তান টাইমস পত্রিকাকে জানিয়েছেন।
তার মৃত্যুতে উপমহাদেশের বুদ্ধিজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া।
খুশবন্ত সিং ১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি পাঞ্জাবের হাদালিতে জন্মগ্রহণ
করেছিলেন। এটি বর্তমানে পাকিস্তানের অংশ। তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন
শুরু করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি ভারতের প্রথম শ্রেণীর পত্রিকা ও সাময়িকী
যেমন: ইলাসট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, ন্যাশনাল হেরাল্ড এবং হিন্দুস্তান
টাইমসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সৃষ্টিশীল লেখক হিসেবেও তার রয়েছে সমান খ্যাতি। তার লেখা গ্রন্থের মধ্যে
‘ট্রেন টু পাকিস্তান’, ‘আই শ্যাল নট হিয়ার দা নাইটিঙ্গেল’ এবং ‘দিল্লি’
উল্লেখযোগ্য।
৯৫ বছর বয়সে এসে তিনি ‘দা সানসেট ক্লাব’ নামের উপন্যাস এবং দুই খণ্ডের
গবেষণামূলক গ্রন্থ ‘এ হিস্ট্রি অব শিখ’ রচনা করেন। এছাড়া শিখ ধর্ম এবং
দিল্লির ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত নিবন্ধ
এবং রম্যরচনা লিখতেন। এছাড়া তিনি বেশ কিছু উর্দু কবিতাও লিখেছিলেন। ২০০২
সালে বিখ্যাত প্রকাশনী পেঙ্গুইন থেকে খুশবন্ত সিংয়ের আত্মজীবনী ‘ট্রুথ লাভ
এন্ড এ লিটল ম্যালিস’ প্রকাশিত হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী খুশবন্ত সিং ভারতের পার্লামেন্ট সদস্য(১৯৮০-১৯৮৬)হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সাংবাদিকতা এবং সৃষ্টিশীল কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে তাকে পদ্মভূষণ
সম্মানে ভূষিত করা হয়। কিন্তু পাঞ্জাবের অমৃতসর শহরে শিখ ধর্মীয় উপাসনালয়
স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাদের সামরিক অভিযানের প্রতিবাদে ১৯৮৪ সালে তিনি তা
প্রত্যাখ্যান করেন। ২০০৭ সালে খুশবন্ত সিংকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত
করা হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটায় দিল্লির লোদি রোডের শ্মসানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়