Saturday, March 29

আ.লীগের মনোনীত-বিদ্রোহী হাড্ডাহাড্ডি লড়াই

টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৭৩ হাজার ৫শত ৬৫ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) মো. আব্দুল মালেক মিয়া হরিণ প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৩শ’ ২৯ ভোট।

শনিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফলের তথ্য পাওয়া গেছে।

জালভোট ও বিশৃংঙ্খলার অভিযোগে সখিপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ কেন্দ্রের ভোটার ২ হাজার ৭শ’ ০১ জন।

আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২ হাজার ২শ’ ৩৬ ভোটে এগিয়ে রয়েছেন। কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফলও স্থগিত রয়েছে।

এর আগে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ব্যালট পেপার সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে নিয়ে শুরু হয় গণনা।

সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১১৭টি কেন্দ্রের সাতশ’ ১৯ টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ১০২টি।

ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান ৩ লাখ ৭ হাজার ৩শ’ ৮২ জন ভোটারের। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৫শ’ ৭৬ জন এবং মহিলা ১ লাখ ৬১ হাজার ৮শ’ ৬ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল শুরু করে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিভিন্ন সংস্থার প্রায় এক হাজার সদস্য নিয়োজিত ছিল।  

এ উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীসহ প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টির (মঞ্জু) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন শূন্য হয়।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়