Tuesday, March 25

মুক্তিযুদ্ধকালে নিজেকে রাষ্ট্রপতি দাবি করেছিলেন জিয়া!

ঢাকা: জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজেকে রাষ্ট্রপতি দাবি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের জন্য সারাবিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এমন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। মঙ্গলবার বিকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খোকা বলেন, ‘জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজেকে রাষ্ট্রপতি দাবি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের জন্য সারাবিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন। পাঁচ মিনিটের জন্য হলেও শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।’

তিনি আরো বলেন, ‘যতদিন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন শত চেষ্টা করেও জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। কারণ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জিয়াউর রহমান জড়িত।’

১৯৭১ সালে শেখ মুজিব দেশের জনগণকে সঠিক দিক নির্দেশনা দিতে না পারলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের। কিন্তু তার আগেই তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। এরপর মেজর জিয়া দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে নিজ জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণার ফলেই দেশ-বিদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা জানতে পারেন। বন্ধু রাষ্ট্রগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়