Saturday, March 8

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করল মস্কো

ঢাকা: ইউক্রেন সংকটের ওপর ‘তড়িঘড়ি ও বেপোরোয়া’ কোনো সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ সতর্কতা উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে এক ফোনালাপের সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা  দু'দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি রুশ-মার্কিন সম্পর্কে খারাপ প্রভাব ফেলবে এমন কোন পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
জবাবে কেরি ইউক্রেন সংকটের একটি গঠনমূলক সমাধান খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি লাভরভকে বলেন, এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করা উচিত যা থেকে ইউক্রেন, রাশিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায় লাভবান হয়। আগামী দিনগুলোতে এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখার বিষয়েও সম্মত হন দু দেশের পররাষ্ট্রমন্ত্রী।
গত সপ্তাহে ইউক্রেনের স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয় রুশ সেনারা। এরপর বৃহস্পতিবার ক্রিমিয়া পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে যোগ দিতে ১৬ মার্চ এক গণভোটের তারিখ ঘোষণা করে। এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়।
এদিকে সংবাদ সংস্থা বিবিসি বলেছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরের বাইরে ইউক্রেনের সামরিক ঘাঁটি থেকে কিছু দূরে রুশ ও ইউক্রেনের সেনারা কোন গুলি বিনিময় ছাড়াই পাশাপাশি অবস্থান করছিল। সেখান থেকে বিবিসি'র সংবাদদাতা জানাচ্ছেন রাশিয়ার ‘ব্ল্যাক সী ফ্লিট’ নৌঘাঁটির ফটক থেকে তিনি দুই ট্রাক ভর্তি সশস্ত্র সেনাদের আসতে দেখেছেন। কিন্তু ঘাঁটিটি দখল করা হয়েছে এমন কোন চিহ্ন তিনি দেখতে পাননি এবং গোলাগুলির কোন আওয়াজও তারা শুনতে পাননি।
অন্যদিকে ক্রিমিয়ায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ও লুটপাটের ঘটনা ঘটছে বলেও বিবিসি জানিয়েছে। বিবিসি প্রতিনিধি বলছেন, ক্রিমিয়ায় সশস্ত্র গ্রুপগুলো ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করা শুরু করেছে। তারা স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের কাছ থেকেও তাদের যন্ত্রপাতি ছিনিয়ে নিচ্ছে।
ক্রিমিয়া উপদ্বীপে প্রায় ২০ হাজারের মতো রুশ সৈন্য অবস্থান করছে বলে জানিয়েছে পেন্টাগন।
এই পরিস্থিতিতে রুশ জ্বালানী সরবরাহকারী কোম্পানি গাযপ্রোম, ইউক্রেনকে হুঁশিয়ার করে বলেছে,  ইউক্রেন বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে, সে দেশে গ্যাস সরবরাহ আবারো বিচ্ছিন্ন করা হবে। গাযপ্রোমের কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের বকেয়া বিলের পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার ।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও উত্তপ্ত পরিবেশ অব্যাহত রয়েছে
বাংলামেইল২৪ডটকম/ মাআ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়