Monday, March 31

দেশ স্বাধীন করেছি কিন্তু লক্ষ্য অর্জন করতে পারিনি

ঢাকা: শিক্ষামন্ত্রী বলেছেন, ‘দেশ স্বাধীন করেছি কিন্তু  এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। স্বাধীনতা অর্জন করা কঠিন, তার চেয়ে কঠিন স্বাধীনতার লক্ষ্য অর্জন করা।’
সোমবার বিকেলে রাজধানীর শিক্ষা ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুরাতন কথা শুনতে শুনতে আমার সহকর্মীরা বিরক্ত। কিন্তু যতক্ষণ না মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জিত হয় আমি তো বলবই।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখনো এমন কিছু মানুষ আছে যারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। জাতীয় পতাকাকে অপমান করে।’

খালেদা জিয়াকে উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি। আর আপনি যা ইচ্ছে তাই মিথ্যাচার করে যাচ্ছেন। বিশ্বের সামনে দেশকে লাঞ্চিত করছে। আপনি তো জনগণের কল্যাণের কথা বলেন না। মানুষ হত্যার রাজনীতি করেন। মা- ছেলে মিলে অপপ্রচার শুরু করছেন। আপনার (খালেদা জিয়া) মিথ্যাচার বন্ধ করুন। আমি নিজে সেসময় সাক্ষি ছিলাম। ৬২ সাল থেকে আজো রাজপথেই আছি।’

এ সময় আক্ষেপ করে তিনি বলেন, ‘কষ্ট লাগে যখন দেখি যে ইতিহাস আমরা সৃষ্টি করেছি আমাদের সন্তানেরা তার উল্টো ইতিহাস পড়ছে।’

গত ২৬ মার্চ লাখো কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলায় খালেদার সমালোচনা করে তিনি বলেন, ‘দেশবাসী সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন তাই উনার গা জ্বালা করছে।’

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেদিন শুধু বঙ্গবন্ধুকে নয়, মুক্তিযুদ্ধের চেনাতাকেও হত্যা করা ছিল তাদের উদ্দেশ্য।’

অনুষ্ঠানে তিনি শিক্ষা ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

সেগুলো হলো- এক. শিক্ষার গুণগত মান বিশ্বমানের করা, দুই. শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়ানো, তিন.
শিক্ষাকে দুর্নীতি মুক্ত করা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিপ্তরের মহাপরিচালক আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর মামুনুর রশিদ, সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ, প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়