ঢাকা: ঢাকা ওয়াসার দাসেরকান্দি সুয়ারেজ প্রকল্পের
বাস্তবায়ন হলে এলাকার ৬০ হাজার মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বেন বলে
দাবি করেছে দাসেরকান্দি সুয়ারেজ প্রকল্প প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রকল্প বাতিল করার দাবিতে
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী হাতিরঝিলের তরল বর্জ্য পরিশোধনের জন্য
ঢাকার খিলগাঁও থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া মৌজার (আফতাব নগরের
শেষে) দাসেরকান্দি এলাকায় ময়লা পানি পরিশোধন প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা
করেছে ঢাকা ওয়াসা। আর এর জন্য প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ একর জমি অধিগ্রহণ
করা হবে। এ প্রকল্পের বাস্তবায়ন হলে এলাকার ১০/১২টি গ্রাম নিশ্চিহৃ হবে।
এতে ৮ হাজার পরিবার বাস্তুহারা হয়ে পড়বে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে
৬০ হাজার মানুষ।
বক্তাদের অভিযোগ, ওয়াসার এ প্রকল্পটি জনবসতিহীন বালু নদীর পশ্চিমপাশে
হওয়ার কথা থাকলেও প্রভাবশালী কতিপয় হাউজিং কোম্পানির প্ররোচনায় এবং কতিপয়
অসাধু ওয়াসা কর্মকর্তার যোগসাজসে স্থান পরিবর্তন করে দাসেরকান্দি এলাকায়
প্রকল্পের স্থান নির্ধারণ করেছে ওয়াসা।
তারা জানান, প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে
সাংসদ সাবের হোসেন চৌধুরীকে জানানোর পাশপাপাশি গত বছর প্রধানমন্ত্রী,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, ভূমি মন্ত্রী, রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান এবং ঢাকা জেলা
প্রশাসক বরাবর চিঠি দেয়া হয়েছে। এসব চিঠিতে প্রকল্পের অবস্থান, যৌক্তিকতা
এবং কার্যকারিতা তুলে ধরে জনস্বার্থের কথা বিবেচনা করার অনুরোধ জানানো
হয়েছে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন- দাসেরকান্দি সুয়ারেজ প্রকল্প প্রতিরোধ কমিটির
সমন্বয়ক মো. আকরাম হোসেন, সৈয়দ মো. তোফাজ্জেল হোসেন, ডা. সালাউদ্দিন, মো.
মোজাফ্ফর হোসেন, মো. ছামির মিয়া প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়