Saturday, March 22

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা  পরিষদের নির্বাচন আগামীকাল ২৫ মার্চ।  প্রার্থীদের  শেষ মুহূর্তের প্রচারনা গতকাল মধ্যরাতে শেষ হয়েছে। প্রার্থী ও সমর্থকদের প্রচারনায় ঢেউ লেগেছিল গোটা উপজেলার গ্রামে গঞ্জে। তবে এখন অপেক্ষার পালা ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ হাসি কে হাসবেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপে ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে  সব ধরনের ব্যবস্থা । প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ৫ স্থরের নিরাপত্তা বলয় । সকল ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রায় ইতিমধ্যে সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৪৬ হাজার ৭শ ৮০জন। এর মধ্যে ৭১ হাজার ১শ ১৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৬শ ৬৬ জন হচ্ছে মহিলা। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৬৭টি ভোট কেন্দ্রে ৩৬২টি ভোট ক রয়েছে। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে বলেন, ভোট কেন্দ্রে আগত ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রতিটি কেন্দ্রে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩জন করে সশস্ত্র পুলিশ ও ২ জন আসনার এবং লাঠিসোটাসহ আরো ১০জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। উপজেলা ব্যাপী ৪৫ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ২৫টি সমতলে এবং ২০টি রয়েছে হাওর ও দূর্গম পাহাড়ি এলাকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি অধিক গুরুত্ব দিয়ে প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম সার্বণিক কাজ করবে। এছাড়া র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ৯টি স্ট্রাইকিং ফোর্স শান্তি-শৃঙ্খলা রায় নিয়োজিত থাকবে এবং বিচারিক আদালত পরিচালনায় ৪জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে অবস্থান করবেন।
নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা  পরিষদের নির্বাচন আগামীকাল ২৫ মার্চ।  প্রার্থীদের  শেষ মুহূর্তের প্রচারনা গতকাল মধ্যরাতে শেষ হয়েছে। প্রার্থী ও সমর্থকদের প্রচারনায় ঢেউ লেগেছিল গোটা উপজেলার গ্রামে গঞ্জে। তবে এখন অপোর পালা ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ হাসি কে হাসবেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপে ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের প থেকে নেওয়া হয়েছে  সব ধরনের ব্যবস্থা । প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ৫ স্থরের নিরাপত্তা বলয় । সকল ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ল্েয নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রায় ইতিমধ্যে সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ ল ৪৬ হাজার ৭শ ৮০জন। এর মধ্যে ৭১ হাজার ১শ ১৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৬শ ৬৬ জন হচ্ছে মহিলা। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৬৭টি ভোট কেন্দ্রে ৩৬২টি ভোট ক রয়েছে। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ভোট কেন্দ্রে আগত ভোটাররা যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রতিটি কেন্দ্রে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩জন করে সশস্ত্র পুলিশ ও ২ জন আসনার এবং লাঠিসোটাসহ আরো ১০জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। উপজেলা ব্যাপী ৪৫ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ২৫টি সমতলে এবং ২০টি রয়েছে হাওর ও দূর্গম পাহাড়ি এলাকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি অধিক গুরুত্ব দিয়ে প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম সার্বণিক কাজ করবে। এছাড়া র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ৯টি স্ট্রাইকিং ফোর্স শান্তি-শৃঙ্খলা রায় নিয়োজিত থাকবে এবং বিচারিক আদালত পরিচালনায় ৪জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে অবস্থান করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়