ঢাকা: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসা
নেতিবাচকভাবে হলেও দুর্নীতিপরায়ণ ট্রাফিক পুলিশদের কল্যাণে বিখ্যাত।
রাজধানীর ট্রাফিক পুলিশেরা যখন যানবাহন নিয়ন্ত্রনের বদলে যানবাহন থেকে অবৈধ
পন্থায় অর্থ উপার্জনে ব্যস্ত তখনই দেশটির সরকার নিয়েছে এক যুগন্তকারী
পদক্ষেপ। এখন থেকে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রন করবে বিশাল সব রোবট।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুইটি বিশাল সাইজের রোবট রাস্তায় নামানো হয়েছে।
রোবট দুইটির শরীরে সংযোজিত হয়েছে ক্যামেরা যা দিয়ে রাস্তার তাৎক্ষণিক চিত্র
দেখতে সক্ষম হবে যানবাহন নিংন্ত্রনকারী সংস্থা। এমনকি যানবাহন
নিয়ন্ত্রনকারী মূল কম্পিউটারে অভিযোগও পাঠাতে পারবে এই রোবট।
রোবটগুলোর ডিজাইনার তেরছে জাই বলেন, ‘পৃথিবীকে হরেক রকমের ট্রাফিক লাইট
রয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি যে, একমাত্র রোবটরাই সুশৃঙ্খল উপায়ে
যানবাহন নিয়ন্ত্রন করতে পারে এবং তারা কোনো প্রকার দুর্ণীতি করার ক্ষমতা
রাখে না। আমরা এটা কঙ্গোতে করে দেখাতে চাচ্ছি।’
জাই মূলত একটি নারী নির্ভর প্রাযুক্তিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা
করে। দেশটির কর্তৃপক্ষ তাকে তার কাজের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা দান
করবে বলে তিনি আশা করছেন।
রোবটদুটোর সামনের দিকে লাগানো আছে লাল বাতি, পিঠে লাগানো আছে সবুজ বাতি। যা দিয়ে যানবাহন নিয়ন্ত্রনের প্রাথমিক কাজটি করবে রোবট।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়