জয়পুরহাট: আক্কেলপুরে ট্রাকের চাপায় এক শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের গভরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী একটি
মোটরসাইকেল গভরপুর এলাকায় পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়। এসময় মোটরসাইকেলটি
পেছন থেকে আক্কেলপুরগামী একটি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। পরে
ট্রাকটি অতিক্রম করে সামনে গিয়ে সড়কে বালিতে আটকে যায়। এসময় দ্রুতগামী
ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে শিশুসহ তিন
যাত্রী নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটকে দেয়। নিহতের উদ্ধার করে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়