Saturday, March 29

গ্লানি ঢাকতেই বিভ্রান্তির নতুন চক্রান্ত

কুষ্টিয়া: ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানে যোগ না দেয়ার লজ্জা ও গ্লানি ঢাকতেই দেশের প্রথম রাষ্ট্রপতির নিয়ে খালেদা জিয়া নতুন বিতর্কের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
১৯ দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে ইনু বলেন, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার সেই রাজনৈতিক-ঐতিহাসিক ঘটনায় তিনি অংশ নেননি। সেই লজ্জা এবং গ্লানি ঢাকতে বাংলাদেশকে আবারও বিভ্রান্তির দিকে ঠেলে দিতে নতুন চক্রান্ত হিসেবে জিয়াউর রহমানকে প্রথম রাষ্টপ্রতি বলে চালানোর চেষ্টা করছেন। তবে এতে দেশবাসী বিভ্রান্তি হবে না। বরং প্রয়াত জিয়াউর রহমানেরই মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় ছিল কয়েকবার,  ক্ষমতাকালীন খালেদা জিয়া কোনোদিনই জেনারেল জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেনি।’
বিএনপির আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়া ও বিএনপির বন্ধুরা, আপনারা এ মিথ্যাচার বন্ধ করুন। আজ এ মুহূর্তে সামনের দিকে তাকানো উচিৎ। এভাবে যদি আপনারা ইতিহাস হত্যা করার চক্রান্তের সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনাদেরও ইতিহাসের আস্তুাকুড়ে ছুড়ে ফেলে দেয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়