Monday, March 31

শিগগিরই আন্দোলন কর্মসূচি

ঢাকা: পঞ্চম দফা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘শিগগিরই যৌক্তিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
বিকেলে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এ নির্বাচনে অংশ নেয়া আমাদের আন্দোলনের একটা অংশ। আমরা আন্দোলনেই আছি।’

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদকের বক্তব্য দিয়েছেন। জনগণ একদিন ওই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের নাক খসিয়ে বিচার করবে।’

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে আমরা যে আশঙ্কা করেছিলাম তা সত্যি হয়েছে। বিভিন্ন জায়গায় সরকার সমর্থকরা কেন্দ্র দখল করছে। এর মাধ্যমে  প্রমাণিত হলো এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা নিরপেক্ষ সরকারের  অধীনে নির্বাচন দাবি করি।’

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়