আগৈলঝাড়া
(বরিশাল): সুনামের সাথে দীর্ঘ চাকুরী জীবন শেষে সোমবার বরিশাল এএসপি হিসেবে
অবসর গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার নন্দী। এ উপলক্ষে গতকাল
সোমবার জেলা পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে বীরোচিত সংর্বর্ধনা দেয়া হয়েছে
তাকে।
জানা গেছে, অশোক কুমার নন্দী ১৯৫৪ সালের ৪মার্চ পাবনা জেলার আমিনপুর থানার রাজশাখিনী গ্রামের তরিনী কান্ত নন্দী ও মাতা কুসুম কুমারী নন্দীর ঘরে জন্ম গ্রহণ করেণ। স্থানীয় রূপপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারী) সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দেশে স্বাধীনতা যুদ্ধের ডাকা আসায় স্ত্রী সীমা রানী নন্দীর প্রেরণায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালের ১১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৮১ সালে এএসআই পদে পদোন্নতি পান তিনি। কর্মদক্ষতা ও সততার গুনে দুই বছর পর ১৯৮৩ সনে এসআইপদে ও ১৯৯৫সনে ওসি পদে পদোন্নতি পান অশোক নন্দী। সর্বশেষ আগৈলঝাড়া থানায় কর্মরত থাকা অবস্থায় ২০১২ সনে পদোন্নতি পেয়ে বরিশাল জেলা এএসপি হিসেবে যোগদান করেন। গতকাল সোমবার এএসপি হিসেবেই দীর্ঘ কর্মময় চাকুরী জীবন শেষে অবসর গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার নন্দী। জেলা পুলিশ পুলিশ লাইনে তাকে দেয়া হয় বিরোচিত সংবর্ধনা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহসান উল্লাহসহ অতিরিক্ত পুলিশ সুপারগন ও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। রাতে ডিআইজ অফিসে ড. আব্দুর রহিম তার কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। অশোক নন্দী কম ক্ষে ১০টি জেলায় সুনামের সাথে চাকুরি করেছেন। এক প্রতিক্রিয়ায় অশোক নন্দী জানান, তার কর্ম জীবনে তিনি জাতির জনকের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, অশোক কুমার নন্দী ১৯৫৪ সালের ৪মার্চ পাবনা জেলার আমিনপুর থানার রাজশাখিনী গ্রামের তরিনী কান্ত নন্দী ও মাতা কুসুম কুমারী নন্দীর ঘরে জন্ম গ্রহণ করেণ। স্থানীয় রূপপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারী) সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দেশে স্বাধীনতা যুদ্ধের ডাকা আসায় স্ত্রী সীমা রানী নন্দীর প্রেরণায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালের ১১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৮১ সালে এএসআই পদে পদোন্নতি পান তিনি। কর্মদক্ষতা ও সততার গুনে দুই বছর পর ১৯৮৩ সনে এসআইপদে ও ১৯৯৫সনে ওসি পদে পদোন্নতি পান অশোক নন্দী। সর্বশেষ আগৈলঝাড়া থানায় কর্মরত থাকা অবস্থায় ২০১২ সনে পদোন্নতি পেয়ে বরিশাল জেলা এএসপি হিসেবে যোগদান করেন। গতকাল সোমবার এএসপি হিসেবেই দীর্ঘ কর্মময় চাকুরী জীবন শেষে অবসর গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার নন্দী। জেলা পুলিশ পুলিশ লাইনে তাকে দেয়া হয় বিরোচিত সংবর্ধনা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এহসান উল্লাহসহ অতিরিক্ত পুলিশ সুপারগন ও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। রাতে ডিআইজ অফিসে ড. আব্দুর রহিম তার কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। অশোক নন্দী কম ক্ষে ১০টি জেলায় সুনামের সাথে চাকুরি করেছেন। এক প্রতিক্রিয়ায় অশোক নন্দী জানান, তার কর্ম জীবনে তিনি জাতির জনকের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়