Saturday, March 8

বাহরাইনে নিহত ৩ বাংলাদেশির মরদেহ দেশের পথে

বাহরাইন: বাংলাদেশ সরকার ও বাহরাইনস্থ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশের পথে।
শনিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে নিহতদের মৃতদেহ দেশে প্রেরণ করা হয় বলে দূতাবাস সূত্রে জানা যায়। উড়োজাহাজটি দুবাই হয়ে তিন বাংলাদেশির মরদেহ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছবে বলে জানান গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার পর বৈদ্যুতিক শর্টসার্কিটে একই কক্ষের তিন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন- মোশাররফ হোসেন (৩২), বাবা- নাজির আহাম্মদ, গ্রাম- রামপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা; জালাল উদ্দিন (৩০), বাবা- গফুর মিয়া, গ্রাম- রামপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা; দুলাল মিয়া (৩০), বাবা- সিদ্দিক, গ্রাম- জিয়াপুর, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা।

এর আগে গত বছর জানুয়ারিতে মানামার ওই এলাকাতেই একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। ২০১২ সালের ২৭ মে মানামা থেকে ২০ কিলোমিটার দূরে একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন। ২০০৬ সালে একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ শ্রমিক।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়