Tuesday, March 4

অগ্নিঝরা মার্চে বিজয়ের শতকের উল্লাস

ঢাকা: অগ্নিঝরা মার্চে বিজয়ের শতকের উল্লাসে মেতে উঠলো বাংলার ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের অস্টম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্বিতীয় শতক হাঁকান। ২১ বছর বয়সী বাগেরহাটের ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৫তম ম্যাচে দ্বিতীয়বার ব্যাট উচিয়ে ধরার সুযোগ পেলেন।
একাত্তরে এ মাসেই পাকিস্তানের বিপক্ষে তীব্র আন্দোলনে জেগে উঠেছিল বাংলার দামাল ছেলেরা। সেই অগ্নিঝরা মার্চে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরে টাইগার সেনাপতির কথা রেখেছে তার যোদ্ধারা। পাকবাহিনীর বিপক্ষে ব্যাট করতে নেমে ওপেনার আনামুল হক বিজয় ও ইমরুল কায়েস শুরু থেকেই সাহসের সঙ্গে লড়াই করতে থাকেন।

আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে ৫৯ রান করে তালহার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ইমরুল কায়েস। কিন্তু যুদ্ধের প্রথম সারিতে থাকা এক সাহসী সৈনিক  আনামুল হক এগিয়ে যায় নিজের শতকের পথে। ৩৮ ওভারে দলকে ২০০ রানে পৌঁছে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন আনামুল হক বিজয়।

১৩২ বল মোকাবেলা করে ছয় বাউন্ডারি ও চার ছক্কায় ১০০ রান করে অবশ্য আজমলের বলে ক্যাচ আউট হন আনামুল হক বিজয়। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত ২০ হাজার দর্শক করতালি দিয়ে স্বাগত জানায় বিজয়কে। তার দেখানো পথেই পরবর্তীরা পাক বোলারদের হতাশায় পুড়িয়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩ উইকেটে ৩২৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশকে জেয়ের পথে অনেকটাই এগিয়ে দেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়