Saturday, March 29

চুপিসারে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন আসাদ

ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিরবে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে চলেছেন। পরবর্তী নির্বাচনে জয়লাভ করলে পুনরায় ৭ বছরের জন্যে সিরিয়ার শাসনভার তার ওপর বর্তাবে।
সিরিয়ার গৃহযুদ্ধ ২০১৪ সালে তার চতুর্থ বছরে পা রেখেছে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছে সিরিয়ার ১ লাখ ৪০ হাজার মানুষ। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। এ অবস্থায় একটি নতুন নির্বাচন সংঘটিত করাকে কঠিন চ্যালেঞ্জ বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

ইতোপূর্বে চলতি বছরের শুরুতে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হলেও, সেখানে আসাদের প্রশাসনিক প্রতিনিধিরা এ নির্বাচনকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নতুন বাঁক হিসেবে চিহ্নিত করেছিলেন।

তারা বলেছিলেন, বিদ্রোহীদের তাকে (আসাদকে) অপসারণের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচনে জনগণ যদি তাকে বর্জন করে, তবে তিনি প্রক্রিয়াগতভাবেই সরে দাঁড়াবেন। আর যদি তা না হয়, সেক্ষেত্রে বোঝা যাবে, শান্তি প্রতিষ্ঠার দায় মানুষ তার ওপরই ন্যস্ত করেছে।  

লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত-এর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিলাল খাশান বলেন, প্রেসিডেন্ট আসাদের মনের অলিগলিতে কী চলছে- আর বাস্তবতা কী বলছে- দুয়ের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়