Friday, March 21

কানাইঘাটে আ'লীগ,বিএনপি ও জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থনে সর্বশেষ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আগামী রবিবার অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষে দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থনে বিভিন্ন স্থানে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার পৃথকভাবে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের ঘোড়া মার্কার সমর্থনে কানাইঘাট বাজার সহ তিনটি স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক এড. মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল-কবির, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ আহমদ, চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন আল-মিজানসহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। অপর দিকে ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশিক চৌধুরীর মোটর সাইকেল মার্কার সমর্থনে সড়কের বাজার, ভবানীগঞ্জ বাজার ও সুরইঘাট বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এড. আব্দুল গফ্ফার, সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নাসিম হোসেন, ১৯ দলীয় জোটের জেলা শাখার সদস্য সচিব সিলেট দক্ষিণের জামায়াত সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক সাংসদ এড. শাহীনুর পাশা চৌধুরী, জেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন, চেয়ারম্যান প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ-কানাইঘাট বিএনপির সমন্বয়কারী মামুন রশিদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, শিবিরের জেলা উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ। এছাড়া জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিনের দোয়াত-কলম মার্কার সমর্থনে কানাইঘাট উত্তর বাজার, বড়দেশ বাজার ও উমরগঞ্জ বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের এমপি ও জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  আলহাজ্ব সেলিম উদ্দিন, জেলা জাপার সহসভাপতি আব্দুস শহিদ লস্কর বশির, সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু,  চেয়ারম্যান প্রার্থী  শাহাব উদ্দিন, উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, প্রবাসী জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসব নির্বাচনী সভায় শ শ দলীয় সমর্থিত প্রার্থীদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্র“তি তুলে ধরে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান আ’লীগ, বিএনপি ও জাপার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়