Wednesday, March 5

দেশের সর্বনাশকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় নির্বাচনের আগে কথিত হরতাল-অবরোধের নামে যারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নাশকতা চালিয়েছে, দেশের সর্বনাশ করেছে- অবশ্যই তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

বুধবার সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে জনগণের কোন সম্পৃক্ততা ছিল না। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। এ কারণে তারা নৃশংস কায়দায় খুন-খারাবি ও ধ্বংসের খেলায় মেতে উঠেছিল। নাশকতা চালিয়ে তারা দেশের সর্বনাশ করার অপচেষ্টা করেছে।

তিনি বলেন, কথিত অবরোধ-হরতালের নামে তারা নির্মমভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ১৬ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ সাধারণ মানুষ কেউই তাদের হাতে রেহাই পায়নি। বাসের ড্রাইভার-হেলপারকে বেঁধে রেখে গায়ে পেট্টোল ঢেলে আগুণ দিয়ে পুড়িয়ে মেরেছে।

স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ৫ বছর ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী ও জঙ্গীবাদের দেশে পরিণত করেছিল। আর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার করেছিল আতঙ্কের দেশে। ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুতেই ছিল বিপর্যস্ত অবস্থা। এর ওপর বিশ্ব অর্থনৈতিক মন্দা। দেশের এমন বিপর্যস্ত অবস্থায় ক্ষমতা গ্রহণ করা মহাজোট সরকারের গৃহীত পদক্ষেপের ফলেই দেশে দুর্নীতি হ্রাস পেয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়