Sunday, March 23

ভোট গ্রহনের শেষের দিকে কানাইঘাটে ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলায় সকালের দিকে শান্তিপূর্ণ ভোট গ্রহন হলেও শেষের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ ১৫-২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের চত্ত্বর সংলগ্ন  কেন্দ্র রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সোয়া ৩টার দিকে আ’লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান (ঘোড়া) এর লোকজন ১৯দল সমর্থিত প্রার্থী আশিক চৌধুরী (মোটর সাইকেল) এর এজেন্টদেরকে কেন্দ্রের ভেতর থেকে জোরপূর্বক বের করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।  এসময় কর্তব্যরত মোহনা টিভির ক্যামেরাম্যান ফেরদৌস আহমদ এর ক্যামেরা ছিনিয়ে নিয়ে রক্তাক্ত জখম করে। এতে নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলী, আব্দুন নুর, শামীম, কুদরত, শরীফসহ ১০-১২জন আহত হন। আহতের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা বেগতিক দেখে প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন সব বুথের ব্যালট বাক্স ও ব্যালট পেপার তার কে তালাবদ্ধ করে পালিয়ে যান। প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের সহযোগীতায় তিনি কেন্দ্রে ফিরে এসে সাড়ে ৪টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। একই সময়ে শিবনগর কেন্দ্র থেকে ২টি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা রিটানিং অফিসার, ইউ.এন.ও তারেক মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিবনগর কেন্দ্র থেকে ১টি ব্যলট বাক্স হারিয়ে গেছে। রায়গড় কেন্দ্র স্বাভাবিক হয়েছে এবং পুণরায় ভোট গ্রহণ চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়