ঢাকা: ক্রিমিয়ার সীমান্তশহর সিভাস্তোপোলে রুশপন্থিদের
হাতে প্রহৃত হয়েছেন ইউক্রেনপন্থি বিক্ষোভকারীরা। ইউক্রেনপন্থি
বিক্ষোভকারীদের এক মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
রোববার ইউক্রেনের কবি ও জাতীয় বীর তারাস শেভচেঙ্কোর ২০০ তম জন্মদিন উপলক্ষ্যে ইউক্রেনপন্থিরা এক র্যালি আয়োজন করে। র্যালিতে শ’ খানেক মানুষ অংশ নিচ্ছিল। এসময় রুশপন্থিদের দলটি চাবুক হাতে ঝাঁপিয়ে পড়ে ঐ দলটির ওপর।
এ সময় লাঞ্ছিত হন ইউক্রেনপন্থি দলটির নারী অংশগ্রহণকারীসহ অনেকে। এ সময়ে সেখানে বীভৎস দৃশ্যের অবতারণা হয় বলে বৃটিশ গণমাধ্যম বিবিসিতে এসেছে।
ক্রিমিয়ার রুশ সমর্থকদের সঙ্গে সমমনা সেনাসদস্যরা জোট বেঁধেছে বলে জানা গেছে। রুশপন্থি জোটটি ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে একটি গণভোটের আয়োজন করে কার্যত প্রভাববিস্তার করে আছে।
গণভোটটিকে অবৈধ বলে আখ্যায়িত করেছে কিয়েভ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেন, ক্রিমিয়া ইউক্রেনের অংশ বিধায় সেখানে রাশিয়ার সেনাদের যুদ্ধংদেহী অবস্থান অবৈধ। ক্রমশ আন্তর্জাতিক চাপ বাড়ার পর মস্কো এখনও ক্রিমিয়া থেকে সৈন্য সরিয়ে নেয়নি।
ইউক্রেন-রাশিয়ার মধ্যবর্তী অস্থিতিশীলতাকে ভূ-রাজনৈতিক সমস্যা বলে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট সমালোচকরা।
বাংলামেইল২৪ডটকম/
রোববার ইউক্রেনের কবি ও জাতীয় বীর তারাস শেভচেঙ্কোর ২০০ তম জন্মদিন উপলক্ষ্যে ইউক্রেনপন্থিরা এক র্যালি আয়োজন করে। র্যালিতে শ’ খানেক মানুষ অংশ নিচ্ছিল। এসময় রুশপন্থিদের দলটি চাবুক হাতে ঝাঁপিয়ে পড়ে ঐ দলটির ওপর।
এ সময় লাঞ্ছিত হন ইউক্রেনপন্থি দলটির নারী অংশগ্রহণকারীসহ অনেকে। এ সময়ে সেখানে বীভৎস দৃশ্যের অবতারণা হয় বলে বৃটিশ গণমাধ্যম বিবিসিতে এসেছে।
ক্রিমিয়ার রুশ সমর্থকদের সঙ্গে সমমনা সেনাসদস্যরা জোট বেঁধেছে বলে জানা গেছে। রুশপন্থি জোটটি ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে একটি গণভোটের আয়োজন করে কার্যত প্রভাববিস্তার করে আছে।
গণভোটটিকে অবৈধ বলে আখ্যায়িত করেছে কিয়েভ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেন, ক্রিমিয়া ইউক্রেনের অংশ বিধায় সেখানে রাশিয়ার সেনাদের যুদ্ধংদেহী অবস্থান অবৈধ। ক্রমশ আন্তর্জাতিক চাপ বাড়ার পর মস্কো এখনও ক্রিমিয়া থেকে সৈন্য সরিয়ে নেয়নি।
ইউক্রেন-রাশিয়ার মধ্যবর্তী অস্থিতিশীলতাকে ভূ-রাজনৈতিক সমস্যা বলে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট সমালোচকরা।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়