ঢাকা: বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মিরপুরে ১২ নম্বরে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সফটেক্স নামে বন্ধ হয়ে যাওয়া একটি গার্মেন্টসের সামনে অবস্থান নেন ওই গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় শ্রমিকরা পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতে নিজেদের নিয়ন্ত্রনে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে সাত শ্রমিক আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউজ্জামান শ্রমিক-পুলিশ সংঘর্ষের কথার সত্যতা স্বীকার করে বলেন, দু পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ না চললেও শ্রমিকরা রাস্তা দখল করে আছেন। তারা বলছেন, বেতন না পাওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবেন না।
বাংলামেইল২৪ডটকম/
এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সফটেক্স নামে বন্ধ হয়ে যাওয়া একটি গার্মেন্টসের সামনে অবস্থান নেন ওই গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় শ্রমিকরা পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতে নিজেদের নিয়ন্ত্রনে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে সাত শ্রমিক আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউজ্জামান শ্রমিক-পুলিশ সংঘর্ষের কথার সত্যতা স্বীকার করে বলেন, দু পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ না চললেও শ্রমিকরা রাস্তা দখল করে আছেন। তারা বলছেন, বেতন না পাওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবেন না।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়