Saturday, March 22

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি মন্ত্রীর বৈঠক

ঢাকা: সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শনিবার বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় পৌণে একটার দিকে।

বৈঠক শেষে জাপানি মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে এ বিষয়ে বিকেল চারটায় হোটেল সোনারগাঁওয়ে ব্রিফিং করবে প্রতিনিধি দল।

বৈঠকে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জা্পনি রাষ্ট্রদূতসহ সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুদিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছান জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। বিমানবন্দরে জাপানি মন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী কিশিদা ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাপানি মন্ত্রী। এছাড়া ঢাকায় অবস্থানকালে ফুমিও কিশিদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করতে পারেন।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই কোনো দেশ থেকে বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এছাড়া ২০০৬ সালের পর ফুমিও কিশিদাই প্রথম জাপানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করছেন। ২০০৬ সালের জুলাইয়ে জাপানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকায় এসেছিলেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়