ঢাকা
: আবার নোবেল শান্তি পুরষ্কারের তালিকায় উঠে এসেছে নারী অধিকার কর্মী
মালালা ই্উসুফজাইয়ের নাম। নোবেল ইনস্টিটিউট মঙ্গলবার এ ঘোষণা দেয়। এ
তালিকায় মোট ২৭৮ জন প্রার্থীর নাম রাখা হয়েছে এ বছর।
মালালার পাশাপাশি তালিকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও তালিকায় রয়েছে। নোবেল ইনস্টিটিউটের প্রধান গির লান্ডেসটার্ড বলেন, প্রতিবছরই নোবেল প্রার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে।
মালালার পাশাপাশি তালিকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও তালিকায় রয়েছে। নোবেল ইনস্টিটিউটের প্রধান গির লান্ডেসটার্ড বলেন, প্রতিবছরই নোবেল প্রার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়