Wednesday, March 19

খালেদার সময় বাড়ানোর আবেদন নাকচ

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চার্জ শুনানির জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আজ দুপুরে শুনানি শেষে এ আবেদন নাকচ করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক। বিকেল তিনটায় দেয়া হবে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত আদেশ। এদিকে আদালতের আদেশের পরপরই এজলাস কক্ষে শুরু হয় হট্টগোল। এ অবস্থায় বিচারক এজলাস ছেড়ে উঠে চলে যান। পরে খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের খাস কামরায় সাক্ষাৎ করেন। এর আগে মামলায় হাজিরা দিতে বেলা একটায় আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। নিম্ন আদালতে রোববার মামলা দু’টির চার্জ শুনানির দিন ধার্য্য ছিল। কিন্তু অসুস্থতাজনিত কারণে আদালতে আসতে না পারায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ পর্যন্ত ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১ বার চার্জ শুনানি জন্য সময়ের আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এদিকে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা জড়ো হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়