Monday, March 31

বিএনপি সংবাদ সম্মেলনের দলে পরিণত হয়েছে

ঢাকা: জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সংবাদ সম্মেলন ও প্রেসরিলিজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘প্রথম রাষ্ট্রপতি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যাচারের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি রাজনৈতিক দর্শন হচ্ছে মিথ্যাচার। মিথ্যার উপর ভর করেই বিএনপির জন্ম হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি নির্বাচনের সময় সকাল-বিকাল সংবাদ সম্মেলন ও প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিথ্যাচার করছে।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে সফল না হয়ে বিদেশি রাষ্ট্রদূতদের হায়ার করে এনে তাদের দিয়ে আলোচনার কথা বলাচ্ছে।’

সাবেক বনমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের আগে তাদের সঙ্গে আলোচনার বহু প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা তখন আলোচনায় কোনো সাড়া দেয়নি। তারা নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। তাই মধ্যবর্তী নির্বাচন নিয়ে এখন আর কোনো আলোচনা হবে না।’

বিএনপির প্রতি  প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জিয়াউর রহমানের পিতা-মাতার কবর কোথায় আপনারা কেউ কি জানেন? তারেক জিয়াকে কখনও কি তার দাদা-দাদির কবর জিয়ারত করতে দেখেছেন?’

তিনি বলেন, ‘আসলে খালেদা হলো চেতনায় পাকিস্তানি। খালেদা ও জিয়ার পিতা-মাতারা ভারতীয়। তারা বংলাদেশি না।’

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘৩য় ও ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের ন্যায় ফাইনালেও আমরাই বিজয়ী হবো। কারণ দলীয় বিদ্রোহী প্রর্থীদের বসাতে সক্ষম হয়েছি।’

সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়