Wednesday, March 5

জগন্নাথপুরে বসন্ত মেলার নামে অশ্লীলতা বন্ধ করে দিয়েছে প্রশাসন

জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে বসন্ত মেলার নামে অশ্লীলতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেলাটি ভেঙে দেয়ার কারণে সর্বস্তরের জনতার মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, গত সোমবার রাত থেকে ৫ দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়মনা গ্রামের পাশে রানীগঞ্জ কলেজের ব্যানারে স্থানীয় একটি মহল অবৈধভাবে বসন্ত মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আয়োজন করে। মেলার প্রথম দিন অশ্লীল নৃত্য না হলেও বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর ছিল জমজমাট। দ্বিতীয় দিন মঙ্গলবার রাত থেকে অশ্লীল নৃত্য শুরু হয়। মেলাটি শুরু হওয়ার পর থেকে সর্বস্তরের জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল।
অবশেষে বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হারুন রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মেলাটি ভেঙে দিয়েছেন। মেলাটি ভেঙে দেয়ায় সর্বস্তরের এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হারুন রশীদ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলাটি আয়োজন করায় ভেঙে দেয়া হয়েছে। #

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়