Wednesday, March 19

তাইওয়ানে বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন দখল

ঢাকা: সম্প্রতি চীনের সঙ্গে সইকৃত বাণিজ্য চুক্তি নিয়ে বিপাকে পড়েছে তাইওয়ান। দেশটির শত শত শিক্ষার্থী ও বিক্ষোভকারী বুধবার এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে এবং পার্লামেন্ট ভবন দখল করে নেয়। বিবিসি। এএফপি।
 
বিক্ষোভকারীদের ভাষ্য- চীনের সঙ্গে এ বাণিজ্য চুক্তির ফলে তাইওয়ানের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, চীন এককভাবে লাভবান হবে এবং পরবর্তীতে তাইপে বেইজিং’র ব্যাপক চাপের মুখে পড়বে।
 
জানা যায়- মঙ্গলবার রাত থেকে এই অসন্তোষ ক্রমশ ঘনিয়ে উঠতে থাকে।
 
উল্লেখ্য, ২০১৩-এর জুন মাসে চীনের ঐ বাণিজ্য চুক্তিতে তাইওয়ারন সই করেছে কিন্তু তা এখনও দেশটিতে বাস্তবায়িত হয়নি। প্রক্রিয়া শুরু হতেই প্রতিরোধের মুখে পড়ে তাইওয়ান সরকার।
 
পার্লামেন্ট ভবন দখলের পর উত্তেজিত শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের দাবির মুখে পার্লামেন্ট সদস্যরা নতুন একটি উপদল গঠন করে পুনরায় এ চুক্তিটি বিবেচনা করে দেখার আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট ত্যাগ করতে শুরু করে।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়