বাগেরহাট:
বাগেরহাট জেলায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সদর, মোরেলগঞ্জ ও শরণখোলা
উপজেলায় ভোটারদের মাঝে সরকার দলীয় প্রার্থীদের ত্রাস সৃষ্টি, ভোটারদের
কেন্দ্রে যেতে বাঁধা সৃষ্টি, প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের জোর করে
কেন্দ্র থেকে বের করে দেয়া, কর্মীদের মারপিট করে আহত করা, এক কর্মীকে ভোট
কেন্দ্র থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহারের মাধ্যমে কেন্দ্র দখলের প্রতিবাদে
নির্বাচন বর্জন করেছে জেলা বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। এ ছাড়া,
নির্বাচনী সহিংসতা, অনিয়ম ও সরকার দলীয় প্রার্থীর কর্মীদের সন্ত্রাসী
কর্মকান্ডের প্রতিবাদে আজ (রবিবার) জেলার সদর,মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায়
সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট।
বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ও ১৯ দলীয় জোটের আহ্বায়ক এমএ সালাম গতকাল দুপুর দু’টায় বাগেরহাট প্রেসক্লাবে আকস্মিক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ ঘোষনা দেন। এর আগে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি সমর্থিত প্রার্থীরা পৃথক ঘোষণার মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় বিএনপি সভাপতি এমএ সালাম বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা চর দখলের মত কেন্দ্র দখল করে আমাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেবার লক্ষ্যে তান্ডব সৃষ্টি করে চলেছে। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায়, ভোট বর্জন করেছি এবং প্রতিবাদে হরতাল আহ্বান করেছি।
বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ও ১৯ দলীয় জোটের আহ্বায়ক এমএ সালাম গতকাল দুপুর দু’টায় বাগেরহাট প্রেসক্লাবে আকস্মিক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ ঘোষনা দেন। এর আগে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি সমর্থিত প্রার্থীরা পৃথক ঘোষণার মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় বিএনপি সভাপতি এমএ সালাম বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা চর দখলের মত কেন্দ্র দখল করে আমাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেবার লক্ষ্যে তান্ডব সৃষ্টি করে চলেছে। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায়, ভোট বর্জন করেছি এবং প্রতিবাদে হরতাল আহ্বান করেছি।
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়