Sunday, March 9

২০০ টাকায় করা যাবে বিয়ে

ঢাকা: বর্তমানে বিবাহ নিবন্ধন ফি সর্বনিম্ন ২০০ টাকা বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি হাজারে সাড়ে ১২ টাকা করে নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহর ৪ লাখ টাকার অধিক হলে পরবর্তী প্রতি ১ লাখ টাকায় ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি দিতে হবে। তবে দেনমোহর যাই হোক না কেন বিবাহ নিবন্ধন ফি সর্বনিম্ন ২০০ টাকা।

সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে (আইসিটি) জনবল নিয়োগ দেয়া হবে। এজন্য ইতোমধ্যে আইসিটিতে জনবল সঙ্কট দূর করতে সরকার ১২৮ কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করেছে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধি তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। এটি চূড়ান্ত হলেই দ্রুততম সময়ের মধ্য দিয়ে আইসটির জনবল সঙ্কট দূর করা হবে।

আরেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ পর্যন্ত ৫০১ জন হিন্দু বিবাহ নিবন্ধক নিয়োগ দেয়া হয়েছে।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়