নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামলীগ ও বিএনপি সমর্থিত ৫ চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেটের রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামলীগ সমর্থিত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, অধ্যাপক লুকমান হোসেইন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং বিএনপি সমর্থিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন। ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহার আওয়ামীলীগ নেতা এডভোকেট অরুন চন্দ্র নাথ মনোনয়নপত্র করলেও পৌর আওয়ালীগের আহ্বায়ক জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। আওয়ামীলীগ থেকে পূর্বে দলের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন আল মিজান ও ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানাকে প্রার্থী ঘোষণা করা হয়। অপরদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীকে ১৯দলীয় জোটের একক প্রার্থী মনোনীত করা হলে দলের সিন্ধান্তে মামুন রশিদ মামুন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কিন্তু ১৯দলীয় জোটের নির্দেশ অমান্য করে জামায়াত নেতা আব্দুর রহিম মনোনয়নপত্র প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন নির্বাচনে লড়লেও বিএনপি ও জামায়াতের ২ প্রার্থী মাঠে থাকায় জোটের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উল্লেখ্য যে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে।
আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামলীগ ও বিএনপি সমর্থিত ৫ চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেটের রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামলীগ সমর্থিত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, অধ্যাপক লুকমান হোসেইন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং বিএনপি সমর্থিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন। ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহার আওয়ামীলীগ নেতা এডভোকেট অরুন চন্দ্র নাথ মনোনয়নপত্র করলেও পৌর আওয়ালীগের আহ্বায়ক জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। আওয়ামীলীগ থেকে পূর্বে দলের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন আল মিজান ও ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানাকে প্রার্থী ঘোষণা করা হয়। অপরদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীকে ১৯দলীয় জোটের একক প্রার্থী মনোনীত করা হলে দলের সিন্ধান্তে মামুন রশিদ মামুন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কিন্তু ১৯দলীয় জোটের নির্দেশ অমান্য করে জামায়াত নেতা আব্দুর রহিম মনোনয়নপত্র প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন নির্বাচনে লড়লেও বিএনপি ও জামায়াতের ২ প্রার্থী মাঠে থাকায় জোটের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উল্লেখ্য যে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়