নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মুখ থেকে সরকারী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এনজিও কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কৃষি কর্মকর্তা সুহেব আহমদ সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, কানাইঘাট থানার ওসি (তদন্ত) বজলার রহমান, মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দল হাই, প্রেসকাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বক্তব্য রাখেন এনজিও সংস্থা সীমান্তিকের আবুল হোসেন, ব্র্যাকের মোবারক হোসন, কামাল হোসেন, কার্তিক দাস, এমদাদ হক, সালমা বেগম প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মেলায় বেশ কয়েকটি স্টল অংশগ্রহণ করে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়