Wednesday, February 12

ছাত্রশিবির রগ কাটে আর ছাত্রলীগ মাথা কাটে: হাজী সেলিম

ঢাকা : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বলেছেন, এভাবে আর দেশ চলতে পারে না। প্রতিদিন পত্রিকায় নিউজ হয় ছাত্রশিবির রগ কাটে আর ছাত্রলীগ মাথা কাটে। আর পুলিশ লাশ পেয়ে মাথা খুঁজে বেড়ায়।

সোমবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে তিনি এ কথা বলেন। এসময় তিনি দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

বিভিন্ন পত্রিকার উদাহারণ টেনে সেলিম বলেন, দেশে যখন কোনো ঘটনা ঘটে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আসামিদের ধরার চেষ্টা করছি। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখি এর কোনো সুরাহা হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, আমরা যাতে মাথা উচুঁ করে দাঁড়াতে পারি তার ব্যবস্থা করুন। আর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত কোন ঘটনা দেখতে চাই না।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়