Wednesday, February 12

নারায়ণগঞ্জে হোটেল কক্ষে প্রেমিকের হাতে প্রেমিকা খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকের হাতে প্রেমিকা কাজলকে (২৩) খুন হয়েছে। মঙ্গলবার রাতে শহরের ২নং রেলগেটস্থ রূপায়ন আবাসিক হোটেলের ৪নং কক্ষ থেকে গলাকাটা অবস্থায় কাজলের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত প্রেমিক সাইদুর রহমানকে স্থানীয়দের সহায়তায় পুলিশ একটি ছোরাসহ গ্রেফতার করেছে।
সাইদুর রহমান ফতুল্লার পঞ্চবটি এলাকাতে বসবাস করে। সে ব্যটারী চালিত অটো রিকশার চালক। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার দুপচাচিয়ায়। আর কাজলের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং এলাকাতে। কাজলও ফতুল্লায় বসবাস করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল জানান, মঙ্গলবার বিকেলে রূপায়ন হোটেলের ৪নং কক্ষ ভাড়া নেয় সাইদুর রহমান ওকাজল। রাত সাড়ে১১টায় হঠাৎ করেই সাইদুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলে হোটেলের লোকজন সাইদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ দেয়। পরে ওই কক্ষ থেকে কাজলের গলাকাটা লাশ এবং রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।
শাহজালাল আরো জানান, জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান স্বীকার করেছে কয়েক মাস ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার কাজল তাকে শহরে আসতে বলে। দুইজন পরে রূপায়ন হোটেল ভাড়া নেয়। রাতে সাইদুরের সঙ্গে তুচ্ছ ঘটনায় ঝগড়া হলে সে কাজল ছোরা নিয়ে সাইদুরকে আক্রমন করে। আক্রমন থেকে বাঁচতেই সাইদুর পাল্টা কাজলকে হত্যা করে।
এদিকে কাজলের বোন সাবিনা পুলিশকে জানায়, সাইদুর তাদের বাড়ি গেছে। কাজলকে বিয়েরও আশ্বাস দিয়েছে। এটা পরিকল্পিত হত্যা বলেও দাবী করেন সাবিনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়