ঢাকা: মিশরে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী হাজেম
আল-বেবলাওয়ির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার । সোমবার দেশটির
প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি অনেকটা আকস্মিকভাবেই রাষ্ট্রীয় টিভিতে এ
ঘোষণা দেন।
সেনা অভ্যুত্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর
সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে হাজেম আল-বেবলাওয়ির নেতৃত্বাধীন
মন্ত্রিসভা পদত্যাগ করলো।
মিশরের বর্তমান অসন্তোষজনক সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করেই এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী বেবলাওয়ি। তিনি মিশরীয়দের
দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানে প্রত্যেককে আরো
দায়িত্বপূর্ণ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এখন সময় দেশের ভালোর জন্য আমাদের কিছু ত্যাগ স্বীকার করা। কি
পেয়েছি না ভেবে আমাদের উচিৎ চিন্তা করা মিশরকে আমরা কি দিয়েছি। বিদায়ী
সরকার নিরাপত্তা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক বিশৃঙ্খলার সরু টানেল থেকে
মিশরকে বের করে আনার সবরকম চেষ্টা চালিয়েছে।’
জানা যায়, দেশে সাংঘর্ষিক পরিস্থিতি ছাড়াও মিশর সরকার ইদানিং আরো বেশ কিছু
সমস্যার সম্মুখিন হয়েছে। বিভিন্ন সরকারি খাতে বাড়ছে কর্মী অসন্তোষ। ফলে
হচ্ছে ধর্মঘট। সেইসঙ্গে গ্যাসের মারাত্মক সঙ্কটের কারণে জনগণের মধ্যেও
বাড়ছে ক্ষোভ। আর এর মধ্যেই সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিলো।
অনেকেই বলছেন, এই সরকারের পদত্যাগে দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ প্রশস্ত হলো সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসির। তার নেতৃত্বেই গত জুলাইয়ে মুরসি সরকারের পতন ঘটে।
অনেকেই বলছেন, এই সরকারের পদত্যাগে দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ প্রশস্ত হলো সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসির। তার নেতৃত্বেই গত জুলাইয়ে মুরসি সরকারের পতন ঘটে।
বাংলামেইল২৪ডটকম/এ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়