Wednesday, February 26

শেখ হাসিনাকে কাজাখ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পুর্নিনর্বাচিত হওয়ায় কাজাকিস্তানের প্রধানমন্ত্রী শেরিক আখমেতোভ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

অভিনন্দন বার্তায়, কাজাখ প্রধানমন্ত্রী শেরিক আখমেতোভ কাজাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আগামী দিনগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুসম্পর্কের ব্যাপারে আস্থা প্রকাশ করেন। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কাজাকিস্তানের প্রধানমন্ত্রী শেরিক আখমেতোভ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এদেশের বন্ধুপ্রতীম জনগণের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়