Wednesday, February 26

কানাইঘাটে ১৯ দলীয় জোটের প্রার্থী আশিক চৌধুরী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও বি.এন.পি নেতা আশিক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে ১৯ দলীয় জোট। সিলেট জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার গত রাতে সিলেটের ডাককে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত রাতে বি.এন.পির প্রার্থী নির্বাচক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বি.এন.পির কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বি.এন.পির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকি ও জেলা বি.এন.পির সহ সভাপতি এডভোকেট নূরুল হক উপস্থিত ছিলেন। সভায় কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে আশিক চৌধুরীকে ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বলে জানান এডভোকেট আব্দুল গাফফার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়