ঢাকা : লেবাননের সেনাবাহিনী দেশটির সাম্প্রতিক ধারাবাহিক বোমা হামলা
চালানোর দায়ে একজন আল-কায়েদা নেতাকে গ্রেফতার করেছে। সেনাবাহিনী আজ
(বুধবার) এক বিবৃতিতে বলেছে, আল-কায়েদার সহযোগী গোষ্ঠী আব্দুল্লাহ আয্যাম
ব্রিগেডের নেতা নাঈম আব্বাসকে রাজধানী বৈরুত থেকে আটক করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিচার বিভাগের তত্ত্বাবধানে তাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা বিভাগ। উগ্র ধর্মীয় নেতা ওমর ইব্রাহিম আল-আতরাশের কাছ থেকে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহৃত গাড়ি গ্রহণ করেছিলেন নাঈম আব্বাস। লেবাননের নিরাপত্তা বাহিনী বলছে, গতমাসে দক্ষিণ বৈরুতে দুটি শক্তিশালী বোমা হামলায় আল-আতরাশ জড়িত ছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি লেবাননের একটি সামরিক আদালত আল-আতরাশসহ আরো পাঁচজনের বিরুদ্ধে ২১ জানুয়ারি এক বোমা হামলার দায়ে চার্জ গঠন করেছে। অবশ্য আল-আতরাশকে ২২ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং তিনি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি আদালতকে দেয়া জবানবন্দিতে বলেছেন, আব্দুল্লাহ আয্যাম ব্রিগেডের সহায়তায় ওই হামলা চালিয়েছেন তিনি।
গত কয়েক মাসে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি শক্তিশালী বোমা হামলা হয়েছে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। গত নভেম্বরে বৈরুতের ইরান দূতাবাসের সামনে পরপর দু’টি গাড়িবোমা হামলায় ইরানের কালাচারাল অ্যাটাশেসহ ২৫ জন নিহত ও অপর প্রায় দেড়শ’ লোক আহত হয়। আব্দুল্লাহ আয্যাম ব্রিগেড তাত্ক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিচার বিভাগের তত্ত্বাবধানে তাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা বিভাগ। উগ্র ধর্মীয় নেতা ওমর ইব্রাহিম আল-আতরাশের কাছ থেকে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহৃত গাড়ি গ্রহণ করেছিলেন নাঈম আব্বাস। লেবাননের নিরাপত্তা বাহিনী বলছে, গতমাসে দক্ষিণ বৈরুতে দুটি শক্তিশালী বোমা হামলায় আল-আতরাশ জড়িত ছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি লেবাননের একটি সামরিক আদালত আল-আতরাশসহ আরো পাঁচজনের বিরুদ্ধে ২১ জানুয়ারি এক বোমা হামলার দায়ে চার্জ গঠন করেছে। অবশ্য আল-আতরাশকে ২২ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং তিনি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি আদালতকে দেয়া জবানবন্দিতে বলেছেন, আব্দুল্লাহ আয্যাম ব্রিগেডের সহায়তায় ওই হামলা চালিয়েছেন তিনি।
গত কয়েক মাসে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি শক্তিশালী বোমা হামলা হয়েছে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। গত নভেম্বরে বৈরুতের ইরান দূতাবাসের সামনে পরপর দু’টি গাড়িবোমা হামলায় ইরানের কালাচারাল অ্যাটাশেসহ ২৫ জন নিহত ও অপর প্রায় দেড়শ’ লোক আহত হয়। আব্দুল্লাহ আয্যাম ব্রিগেড তাত্ক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়