নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন কমপ্লেক্স প্রকল্পের অধীনে ৯৬ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় ইউপি কমপ্লেক্স মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউনিয়ন কমপ্লেক্সের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা প্রকৌশলী কে.এম রিয়াজ মাহমুদ, সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন। বক্তব্য রাখেন সমাজসেবী ফজলুল কিবরিয়া, জেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম চৌধুরী, মাসুদ আলম, যুবলীগনেতা জিয়া উদ্দিন, আতিকুর রহমান, মামুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় সরকারের প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। বাণীগ্রাম ইউপির নতুন ভবন নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের তথ্য প্রযুক্তিসহ সবধরণের সেবা আরো সহজতর হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় গাছবাড়ী-হরিপুর রাস্তার অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। প্রসঙ্গত যে, বিগত ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের সময় ইউনিয়ন কমপ্লেক্স প্রকল্পটি নেওয়া হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে পুনরায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৯৬ ল টাকা ব্যয়ে ইউপি কমপ্লেক্স বাস্তবায়িত হতে যাচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়