Wednesday, February 12

থাই আদালতে নির্বাচন বাতিলে বিরোধীদের দাবি নাকচ

ঢাকা : থাইল্যান্ডের সাম্প্রতিক নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে বিরোধীদলের পক্ষ থেকে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।

আদালত এক বিবৃতিতে বলেছে, বিরোধী ডেমোক্র্যাট দল ২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের দাবি জানিয়ে যে আবেদন করেছিল তা আমলে নিতে অস্বীকার করা হয়েছে। কারণ তাদের দাবির পক্ষে যথেষ্ট যুক্তি ছিল না।

বিরোধীদলের পক্ষে রিট আবেদনকারী ভিরাতানা কালাইয়াসিরি বলেছেন, আদালতের সিদ্ধান্তের পর তাদের মামলা শেষ হয়ে গেছে। তবে, সরকার যদি নতুন কোনো ভুল করে তাহলে আমরা আবারো অভিযোগ দায়ের করব।

থাইল্যান্ডে প্রায় তিন মাস ধরে সরকার-বিরোধী আন্দোলন চলছে এবং শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিরোধীরা শক্ত অবস্থান নিয়েছে। তবে ইংলাক বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচনের মাধ্যমে দেশের সরকার-বিরোধী আন্দোলন কমে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়