Wednesday, February 12

‘তোমরা ফিরে এসো’

ঢাকা : জাতীয় পার্টির তৃণমুল নেতাদের সঙ্গে পার্টি চেয়ারম্যানের মতবিনিময় সভায় মাত্র তিনজন দলীয় এমপি অংশ নিয়েছেন। বাকি ৩০ জন এমপির কেউই সেখানে যাননি। এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করে এরশাদ ওই এমপিদের উদ্দেশে বলেছেন, তোমরা ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। ফিরে না আসলে তোমাদের প্রয়োজন নেই। এসময় এরশাদ উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ওরা ফিরে না আসলে কি চলবে না? জবাবে তারা বলেন, ওরা ‘পঁচা মাল’, ওদের প্রয়োজন নেই। বহিষ্কার করুন। তাদের এ বক্তব্য শোনে এরশাদ বলেন, আমি এটিই শুনতে চেয়েছিলাম। ওরা আমারই সন্তান। একবার সুযোগ দেবো।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার নেতারা অংশ নেন। সভার সূচনা বক্তব্যে এরশাদ বলেন, জাতীয় পার্টিতে সঙ্কট আছে। তবে মহাসঙ্কট নয়। এই সঙ্কট কেটে যাবে। আমি যেখানে আছি জাপা সেখানে থাকবে। আমি এর শ্রষ্টা। নেতাদের উদ্দেশে বলেন, সামান্য মোহ ও পদের কারনে বন্ধন ছিন্ন করো না। যারা আমার নির্দেশে নির্বাচন থেকে সরে গেছে তাদের ভালমন্দ আমি দেখবো। তিনি বলেন, অনেক কথা বলার ছিল। সব কথা বলা যাবে না। সভায় দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়