কানাইঘাটে সরগরম হয়ে
উঠেছে নির্বাচনী মাঠ । গত বৃহস্পতিবার ৪র্থ
দফা তফসীলে সিলেটের কানাইঘাট উপজেলার নাম ঘোষণা করার সাথে সাথে সর্বশক্তি নিয়ে ভোটারদের মাঝে ঝাপিয়ে পড়েছেন
প্রার্থীরা। ফলে ডজন খানেক চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারনায়
সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। পাড়া মহল্লা, হোটেল- রেস্তোরা, বিভিন্ন প্রতিষ্ঠান, হাট বাজারসহ সর্বত্র বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিতে
এবং নিজ দলের প্রার্থীকে জিতিয়ে আনতে প্রধান দুই রাজনৈতিক জোটের হাই
কমান্ড থেকে কঠোর নির্দেশনা থাকলেও
কানাইঘাটে আ’লীগ, বিএনপি ও জামায়াতের
একাধিক প্রার্থী মাঠে তৎপর রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, জামায়াত নেতা মুহাম্মদ আব্দুর রহিম, কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন আল-মিজান, সিলেট জেলা আ’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আ’লীগের সাংস্কৃতিক
বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক লুকমান আহমদ, কেন্দ্রীয় যুবদলের সহ
সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন ,লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শামীম
আহমেদ শামীম, জেলা জামায়াত নেতা
ফয়জুল্লাহ বাহার, ও কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. মুফতি
ইবাদুর রহমান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়