নিজস্ব প্রতিবেদক:
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়পুরী (রাহ.) এর পুণ্যস্মৃতি বিজড়িত,
বৃহত্তর সিলেটের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দারুল উলুম দারুল
হাদীস কানাইঘাট মাদরাসার দুই’দিনব্যাপী ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন
আগামী ২৬-২৭ ফেব্র“য়ারি বুধ ও বৃহস্পতিবার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
উক্ত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এশিয়া
মহাদেশের সর্ব বৃহৎ আরবী বিশ্ববিদ্যালয় দারুল উলূম দেওবন্দের মহা পরিচালক
আল্লামা আবুল ক্বাসিম নো’মানী ভারত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ ক্বারী উসমান ভারত, জানিশীনে ফেদায়ে
মিল্লাত (রাহ.), ক্বায়িদে জমিয়ত, আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ
মাহমুদ মাদানী ভারত, আওলাদে রাসূল (সা.) আল্লামা মুফতি সায়্যিদ সালমান
মনসুরপুরী ভারত, আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ আফ্ফান ভারত, খলিফায়ে
শায়খূল ইসলাম (রাহ.) আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. মহা পরিচালক, দারুল উলূম
মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম, খলিফায়ে কুতবুল আলম (রাহ.) আল্লামা
নু’মান আহমদ চট্টগ্রাম, আল্লামা মুফতি আব্দুর রহমান ঢাকা, আন্তর্জাতিক
মুফাসসিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা রশিদুর রহমান ফারুক
বরুনী, আল্লামা শায়খ মাহমুদুল হাসান ঢাকা, আল্লামা মুহিব্বুল হক্ব সিলেট,
আল্লামা শফীকুল হক্ব আমকুনী সিলেট, আল্লামা শিহাবুদ্দীন রেঙ্গা, আল্লামা
মুফতি আবুল কালাম জাকারিয়া সিলেট, আল্লামা শায়খ মুকাদ্দাস আলী মুন্সি
বাজার, আল্লামা মুফতি নূরুল হক্ব সাহেব জকিগঞ্জী সহ দেশ-বিদেশের শীর্ষ
স্থানীয় উলামায়ে কেরাম।
সম্মেলন ২৬ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০টা থেকে আরম্ভ হয়ে রাত ১২টা পর্যন্ত একটানা চলবে।
মধ্যরাত থেকে বিরতীর পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত একটানা চলবে।
উক্ত ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনকে সর্বাত্মক সফল ও সার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামিয়ার মুহতামিম ও আল্ মুশাহিদ (রাহ.) ফুযালা পরিষদের সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী এবং জামিয়ার শিক্ষা সচিব ও শায়খুল হাদীস ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী।
সম্মেলনে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট পাঁচ আসনের এম.পি সেলিম উদ্দীন উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
সম্মেলন ২৬ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০টা থেকে আরম্ভ হয়ে রাত ১২টা পর্যন্ত একটানা চলবে।
মধ্যরাত থেকে বিরতীর পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত একটানা চলবে।
উক্ত ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনকে সর্বাত্মক সফল ও সার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামিয়ার মুহতামিম ও আল্ মুশাহিদ (রাহ.) ফুযালা পরিষদের সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী এবং জামিয়ার শিক্ষা সচিব ও শায়খুল হাদীস ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী।
সম্মেলনে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট পাঁচ আসনের এম.পি সেলিম উদ্দীন উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়