Monday, February 3

দীর সঙ্গে মানুষের গভীর মিতালি কথাটির সাথে

দীর সঙ্গে মানুষের গভীর মিতালি কথাটির সাথে আজ আর পুরোপুরি মিল নেই। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মানচিত্র থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রিয় নদ-নদীগুলো। তেমনি এক খরস্রোতা নদী সুরমা। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম এবং দীর্ঘতম । এক সময়ের খরস্রোতা নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়ে অনেক স্থানে মরা খালে পরিণত হয়েছে। মরূভূমির মতো চারদিকে ধু ধু বালুচর জেগে উঠেছে। কানাইঘাট উপজেলায় প্রবাহিত সুরমা নদী তার পুরোনো যৌবন হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় সে নদী পার হতে এখন আর নৌকার প্রয়োজন হয়না । ঁেহটেই পার হওয়া যায় ।  নদীর কোন কোন অংশে হাটু পানি বা তার চেয়েও কম ।  বর্ষা মৌসুমে যে নদী দিয়ে চলে বড় বড় লঞ্চ,পাথরবাহী নৌকা,পালতোলা নৌকা। সে নদী দিয়ে এখন ডিঙ্গি নৌকাও চলে খুব সীমিত । প্রতিব

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়